ওসি প্রদীপের ডান হাত রুবেল শর্মা গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের ডান হাত কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। রুবেল শর্মা ছিলেন প্রদীপ কুমার দাশের দেহরক্ষী।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের এএসপি খাইরুল ইসলাম জানান, রুবেল শর্মাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, মাদক কারবারিদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে ও আত্মসমর্পণ করানোর নামে হাতিয়ে নেয়া অর্থ সরাতে গিয়ে ধরা পড়েছেন কনস্টেবল রুবেল শর্মার স্ত্রী লক্ষ্মী শর্মা। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যাগে করে টাকা পাচার করতে গিয়ে মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে তিনি ধরা পড়েন।

৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় মামলা করেন নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলায় প্রদীপ কুমার দাশসহ এর আগে ১৩ জনকে গ্রেফতার করা হয়। রুবেল শর্মাকে নিয়ে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন