আজ ব্যাংকের লেনদেন চলবে ৩টা পর্যন্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ

সর্বাত্মক লকডাউনের আগে চাপ কমাতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন বাড়ানো হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলতো।

সোমবার রাতে সময় বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে বাংলাদেশ ব্যাংক সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকায় এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। নিজ ব্যাংকের বুথ ও অন্য ব্যাংকের বুথ থেকে একই সীমা প্রযোজ্য হবে।

করোনার প্রাদুর্ভাব রোধে ৫ এপ্রিল থেকে সারাদেশে চলাচল ও কাজে সরকারি বিধিনিষেধ আরোপ রয়েছে। ওই বিধিনিষেধ অনুযায়ী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা ছিল।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার লেনদেনের সময় তিনটা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন