আজ দেশের অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ

দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয়। এর প্রভাবে দেশের সব বিভাগেরই কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়া দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলগুলোকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।

ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা,নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন