‘আইন প্রনয়ণের মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা হবে’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, শীঘ্রই সাংবাদিকদের ডাটাবজে তৈরী ও আইন প্রনয়ণের মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা হবে। প্রেস কাউন্সিল ও মূলধারার সাংবাদিকদের সেতুবন্ধনে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। হলুদ সাংবাদিকতা পরিহারে মূলধারার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। এসময় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতনিবিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ এ প্রত্যয়ে জেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব মো. শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা।

এসময় সংবাদকর্মীরা বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করতে আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের গণমাধ্যমগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অপসাংবাদিকতায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন