অ্যান্ডারসনের রেকর্ড গড়া ম্যাচে ভালো অবস্থানে ইংল্যান্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২০ ১:২৯ অপরাহ্ণ

চোট মুক্ত হয়ে ফিরেই বল হাতে সেই আগের মতোই ঝলক দেখালেন জেমস অ্যান্ডারসন। কেপটাউন টেস্টের তৃতীয় দিনে রোববার ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার দুটি উইকেটই তিনি নেন দিনের ২৪ বলের মধ্যে। এরফলে এ ইনিংসে এ ডানহাতি পেসারের উইকেট সংখ্যা হল ৫। এর সঙ্গে একটি রেকর্ডও গড়েছেন ইংল্যান্ডের পেসার। হয়ে টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি ২৮ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার, পেরিয়ে গেলেন ইয়ান বোথামকে (২৭)।  

অ্যান্ডারসনের আগুন ঝড়ানো বোলিং ও দলের ব্যাটসম্যানদের দৃঢ়তা কেপ টাউন টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে ইংল্যান্ড।

আগের দিনের সঙ্গে মাত্র ৮ রান যোগ করতেই রোববার শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। তাতে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও চেপে ধরেছে স্বাগতিকদের। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে ইংল্যান্ড। ফলে ৬ উইকেট হাতে রেখে ২৬৪ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথম ফিফটি পাওয়া ডম সিবলি অপরাজিত রয়েছেন ৮৫ রানে। আউট হওয়ার আগে অধিনায়ক জো রুটও পেয়েছেন হাফসেঞ্চুরি(৬১)।

এখন পর্যন্ত ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন