অস্ট্রেলিয়ায় খবর দেখা ও শেয়ার করা বন্ধ করল ফেসবুক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় সংবাদ কনটেন্ট দেখা এবং শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষের এই পদক্ষেপে অস্ট্রেলিয়ার নাগরিকদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়ে উদ্বেগ দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোন সংবাদ কনটেন্ট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেজও তারা দেখতে পারছেন না। এছাড়া অস্ট্রেলিয়ার কয়েকটি সরকারি সংস্থার পেজও ছিলো না। যদিও তা ভুলবশত বন্ধ করা হয়েছিল জানিয়ে ফেসবুক তা আবার চালু করে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত এক আইনে কোনো সংবাদ প্রকাশ করার জন্য ফেসবুককে অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। প্রস্তাবিত এই আইনের কারণেই ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে।

অস্ট্রেলিয়া সরকার ফেসবুকের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ‘এই ডিজিটাল সামাজিক মাধ্যমগুলোর বিপুল বাজার নিউজ কনটেন্টে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন