অসুস্থ এন্ড্রু কিশোর গাইলেন, জীবনের গল্প আছে বাকি অল্প

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ

গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। সেই থেকে অনেক দিন গানে নেই এই শিল্পী। সেকারণে যাদের মন খারাপ তাদের মন ভালো হতে পারে এই খবরে।

বেশ অনেক দিন পর আবারও এন্ড্রু কিশোর গাইলেন তার জনপ্রিয় গান ‘জীবনের গল্প, আছে বাকি অল্প’। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে এন্ড্রু কিশোরের কণ্ঠে শোনা গেছে এই গান। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সহচর মোমিন বিশ্বাস।

৪০ সেকেন্ডের সেই ভিডিওতে এন্ড্রু কিশোরকে সবার সঙ্গে গলা মেলাতে দেখা যাচ্ছে। এছাড়া তাকে বেশ হাস্যজ্জলভাবেও দেখা গেছে।

এদিকে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে এন্ড্রু কিশোরের সম্মানে ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামে এক জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি ও মোমিন বিশ্বাস।

আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, চিকিসৎকের অনুমতি পেলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে এই গুণী শিল্পীর চিকিৎসায় জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন