অবৈধ সম্পদ: ডিএসসিসির সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফকে জিজ্ঞাসাবাদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ

অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

গত ১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ আলী সরদারকে তলব করা হয়।

দুদকের পাঠানো নোটিশে ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সিটি করপোরেশনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা ইউসুফ আলী সরকার (বর্তমানে চাকরিচ্যুত) ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে করপোরেশনের কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।’

গত ১৭ মে দায়িত্ব গ্রহণের পর অফিসের প্রথম দিনেই মেয়র শেখ ফজলে নূর তাপস দুর্নীতির বিভিন্ন অভিযোগে দু’জনকে চাকরিচ্যুত করেন। তাদের একজন ছিলেন আলোচিত ইউসুফ আলী সরদার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন