‘অনৈতিক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র টিকে থাকা অসম্ভব’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ২:০৬ অপরাহ্ণ

একজন মানুষ চাই। মহাবীর আলেকজান্ডার কিংবা গ্রীক বীর হারকিউলিসের মতো একজন সাহসী মানুষের আজ খুব বেশী প্রয়োজন। ভিনগ্রহ থেকে ছুটে আশা কাউকে নয় এই দেশ ও মাটি থেকে উঠে আশা একজন রাষ্ট্র নায়ক চাই। একটি সূর্য যেমন একটি গ্রহের জন্য যথেষ্ট তেমনি বিশ্বভ্রমান্ডের জন্যও একজনই প্রয়োজন হয়।

যদি একজন মানব থেকেই মানব মন্ডলী সৃষ্টি হয়ে থাকে তাহলে একটি প্রানের স্পন্ধন থেকে প্রানী জগত সৃষ্টি হয়েছে। একক থেকে যদি একাধিক হয়ে থাকে তাহলে এক দ্বারাই একাধিক সৃষ্টি সম্ভব। একটি ধারনা একটি জীবন পাল্টে দিতে পারে তেমনি একটি সিস্টেম একটি সমাজ ও রাষ্ট্রকে পাল্টে দিতে পারে।

একটি সিস্টেম তৈরী করতে হলে একটি উর্বর বিজ্ঞান মনস্ক মস্তিস্কের প্রয়োজন। একক একটি জাতিসত্বা থেকেই একজন নেতা তৈরী হয়। একজন নেতাই একটি দেশকে একটি সভ্যতাকে পাল্টে দিতে পারে।

নৈতিক ভাবে পরিশুদ্ধ একটি জাতি শুধুমাত্র নৈতিকতা দিয়ে সভ্য সমাজ বিনির্মান করতে পারে না। একটি রাষ্ট্রের ভিতরে যদি নৈতিক মানুষ তৈরীর সিস্টেম না থাকে তাহলে সেই রাষ্ট্রের নৈতিকতা ঠিকে থাকতে পারে না। নৈতিক মানুষরাই নীতি তৈরী করে থাকেন এবং নৈতিক লোকেরাই নিয়মনীতিকে রক্ষনাবেক্ষন করে থাকেন।

অনৈতিক লোক দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র সমাজে বেশী দিন টিকে থাকা অসম্ভব। অনৈতিক দেশ খুড়িয়ে খুড়িয়ে কিছুদিন হাটার পরেই ব্যার্থ রাষ্ট্রের পরিনত হয়। একটি সমাজ সভ্যতার গুরুত্বপূর্ন উপাদান হলে সিস্টেম, আইন, রুলস,পরিপত্র ও নীতিমালা।

দেশকে লিড করবে একটি রাজনৈতিক দল। আদর্শের উপর ভিত্তি করেই রাজনৈতিক দল পরিচালিত হবে। রাজনৈতিক দলকে একজন পরিশুদ্ধ নেতাই সঠিক ভাবে পরিচালিত করতে পারে। রাজনৈতিক নেতৃত্ব যখন সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং আবার নেতৃত্বের সনদে আসিন হন তখনই রাষ্ট্রের সর্বস্তরে অপরাধ ছড়িয়ে পড়ে।

দেশকে লিড করবে একটি রাজনৈতিক দল। আদর্শের উপর ভিত্তি করেই রাজনৈতিক দল পরিচালিত হবে। রাজনৈতিক দলকে একজন পরিশুদ্ধ নেতাই সঠিক ভাবে পরিচালিত করতে পারে। রাজনৈতিক নেতৃত্ব যখন সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং আবার নেতৃত্বের সনদে আসিন হন তখনই রাষ্ট্রের সর্বস্তরে অপরাধ ছড়িয়ে পড়ে।

এডভোকেট মিজানুর রহমানের ধারাবাহিক মুক্তমতের ১ম পর্ব আজ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন