৬ দিনের ব্যবধানে কাশিমপুর কারাগারে বিএনপির দুই নেতার মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ

৬ দিনের ব্যবধানে গাজীপুরের কাশিমপুর কারাগারে বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে। তারা হলেন- আসাদুজ্জামান হিরা খান ও গোলাপুর রহমান। গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে যাওয়ার পথে তারা গ্রেপ্তার হয়েছিলেন।

 

এরমধ্যে শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসাদুজ্জামান হিরা খানের মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আসাদুজ্জামান হিরা খান শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

 

ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, আসাদুজ্জামান হিরা খান সকালে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে দুপুর ১২টায় তার মৃত্যু হয়। ২৯ অক্টোবর আসাদুজ্জামান হিরা খানকে একটি বিস্ফোরক মামলায় গাজীপুরের জেলা কারাগারে আনা হয়েছে। পরে গত ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

এর আগে গত শনিবার কাশিমপুর কারাগারে বন্দী চট্টগ্রামের বিএনপির নেতা গোলাপুর রহমান মারা যান। তিনি চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন চর রাঙ্গামাটিয়া এলাকার মৃত আবদুল মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন