৫ উইকেট নিয়ে লক্ষ্মীপুরের হাসানের রেকর্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে টেস্টে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। ম্যাচের প্রথম দিনই চার উইকেট নিয়েছিলেন তিনি। শুক্রবার নিলেন আরও একটি।

চার ম্যাচের ক্যারিয়ারে হাসানের এটি দ্বিতীয় ৫ উইকেট শিকার। দুটিই দেশের বাইরে। ঠিক আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন তিনি।

বাংলাদেশের পেসারদের মধ্যে দেশের বাইরে একাধিক ৫ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হাসান। ২০১৩ সালে জিম্বাবুয়েতে দুইবার ৫ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম।

চেন্নাইতে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই দুর্দান্ত বোলিং করেছিলেন হাসান। ভারতের প্রথম তিন উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে রীতিমত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। রোহিত, গিল, কোহলি; তিনজনই ফিরেছেন হাসানের বলে। গতকাল লাঞ্চের পর পান্টের উইকেটও পান হাসান। শেষ সেশনে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি।

ভারতের শেষ উইকেট তুলে নিয়েছেন সেই হাসানই। বুমরাহকে ফিরিয়ে সব মিলিয়ে এই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ভারতের মাটিতে বাংলাদেশি বোলারদের ৫ উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন