২০ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জুন, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

লোকসানের আশঙ্কায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা।

 

৪ জুন, মঙ্গলবার বিকেল ৫টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বন্দরের সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করে।

 

হিলি বন্দরের চেকপোস্ট গেটে দায়িত্বরত হাফিজ আহমেদ বলেন এ পর্যন্ত দুটি ট্রাকে ৩৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

 

হিলি বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, দেশের বাজারে হঠাৎ করে দেশীয় পেঁয়াজের কেজি ৮০ টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। লোকসান হওয়ায় গেলো ২০ দিন ধরে আমদানি বন্ধ ছিল। যদি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম পাওয়া যায় আমদানি অব্যাহতের পাশাপাশি ঈদের আগে আমদানি আরো বাড়বে। আমদানি বাড়লে বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানান তিনি।

 

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, এর আগে দীর্ঘ ছয় মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপরে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ২০ দিন বন্ধ থাকার পরে আজ আবারও হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল পণ্য সেহেতু কাস্টমস এর যাবতীয় কার্যক্রম শেষে যত দ্রুত সম্ভব আমদানি করা পেঁয়াজ গুলো দেশের বাজারে সরবরাহের জন্য আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে পানামা কর্তৃপক্ষ।

 

এদিকে হিলি খুচরা বাজারে আজ খোঁজ নিয়ে জানা যায়, মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে প্রতি কেজি দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা।

 

বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ও বিক্রেতা মঈনুল হোসেন বলেন, কয়েক দিন আগে পেঁয়াজ আমদানি খবরে মোকামে দাম উঠা নামা করে। গত ২ জুন মোকামে দেশি পেঁয়াজ প্রতি কেজি কিনতে হয়েছে ৭৫ টাকা। আর আমরা খুচরা বাজারে ৮০ টাকা বিক্রি করছি কি করবো? তবে শুনলাম আজ আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে দেশি পেঁয়াজসহ সব পেঁয়াজের দাম কমে আসবে।

 

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা গেলো ৪ মে তুলে নিয়ে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। ৪০ শতাংশ শুল্ক দিয়ে গত ১৪ মে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়েন হিলি স্থলবন্দরের এক আমদানিকারক। এরপর থেকে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৫৫০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে আর প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে প্রায় ৭ টাকার মতো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন