হাসপাতাল রোড স্পোটিং ক্লাবের সভাপতি সিফাত, সম্পাদক জিদান

লক্ষ্মীপুর হাসপাতাল রোড স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) শহরের হায়দার শপিং কমপ্লেক্স কার্যালয়ে ক্লাবের গঠনতন্ত্র অনুযাই কমিটিতে ১২ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এতে ফারহান উদ্দিন সিফাতকে সভাপতি ও শাহবাজ চৌধুরী জিদানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রাফিউল ইসলাম রিভেন, ইলিয়াস হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, সম্পাদক হাসিবুর রহমান দিগন্ত, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিব গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম হাসান, প্রচার সম্পাদক মোঃ রিয়াদ পাটোয়ারী, দপ্তর সম্পাদক রিফাত হোসেন চৌধুরী, ক্রিয়া সম্পাদক ইশান সাহা পাপন।
কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শাহবাজ চৌধুরী জিদান বলেন, এ কার্যকরী কমিটির দায়িত্ব পেয়ে আমরা আনন্দিত। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতাল রোড স্পোর্টিং ক্লাবকে লক্ষ্মীপুর জেলার মধ্যে অন্যতম ক্লাব হিসেবে রুপান্তর করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব সবসময়।