হাইফাই ক্রীড়া সংসদের সভাপতি রাকিব, সম্পাদক রিন্টু
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ রাকিব হোসেনকে সভাপতি ও সাইফুল করিম রিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) শহরের বাগবাড়ি এলাকায় হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে হাইফাই ক্রীড়া সংসদ পরিচালনা পরিষদের সদস্য মহসিন কবীর সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মাহবুবুর রহমান ও মোজাম্মেল কামরুল। নবনির্বাচিত সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল করিম রিন্টু জানিয়েছেন, হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন তারা।