শহিদুলের ‘পড়ে থাক’

মৃত্যু নিত্য সাথী
দমে দমে রাখবে গাঁথি।
কখন কার আসবে ডাক
খোদার দেওয়া সব পড়ে থাক।
নিত্য মনে মৃত্যু দোলে
নিশ্চয় যাবো মাটির কোলে।
লিখেছেন: মোঃ শহীদুল ইসলাম পাটওয়ারী
জীবন রহস্যের এপিট ওপিট
০২.০১.২০১৫
মৃত্যু নিত্য সাথী
দমে দমে রাখবে গাঁথি।
কখন কার আসবে ডাক
খোদার দেওয়া সব পড়ে থাক।
নিত্য মনে মৃত্যু দোলে
নিশ্চয় যাবো মাটির কোলে।
লিখেছেন: মোঃ শহীদুল ইসলাম পাটওয়ারী
জীবন রহস্যের এপিট ওপিট
০২.০১.২০১৫