লগি-বৈঠার বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের দক্ষিণ তেমুহনিস্থ এলাকায় সমাবেশ করে দলটি। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।  সদর উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর এস.ইউ.এম রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এডভোকেট নজির আহমেদ ও নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ্, জেলা সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর শহর শাখার আমির এডভোকেট আবুল ফারাহ্ নিশান, শহর সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহম্মেদ, অধ্যাপক আবদুর রহমান, মমিন উদ্দিন পাটওয়ারী ও এম শামসুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, সেক্রেটারী মাষ্টার মমিনুল হক, ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আরমান পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হুমায়ুন কবির, নায়েবে আমীর আলমগীর হোসাইন ও সেক্রেটারী জনাব ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মোস্তফা মোল্লা, নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম সুমনসহ আরও অনেকে।

 

সমাবেশে অতিথিরা বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন লগিবৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তারা সেদিন হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিলো। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। এরপর বিগত ১৬ বছর জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ শুরু করে। তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাঅল্লাহ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন