লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচনে ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর
লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবুল বাসার এ তথ্য প্রকাশ করেন।
এতে বলা হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন সোমবার (৪ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ৫ ডিসেম্বর রাত ৮টা তেকে ৯টা পর্যন্ত।বৈধ মনোনয়নপত্র প্রকাশ বুধবার সন্ধা ৭টায়।ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর বুধাবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। একইদিন বিকেল ৪টায় ফলাফল প্রকাশ করা হবে।