লক্ষ্মীপুরে ৫৮ মেধাবী শিক্ষার্থী পেল ১৩ লাখ টাকার চেক

লক্ষ্মীপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এসডিএফ’র সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে করা হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৯২ টাকার চেক প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন, এসডিএফ’র কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
এছাড়া কর্মশালায় জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামের ৩৯ হাজার ২৯৭ পরিবার এ প্রকল্পের উপকারভোগী। এছাড়া এসডিএফ, টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য সদস্যদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে।