লক্ষ্মীপুরে সেই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে আড়াই লাখ টাকা জরিমানা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায়’মেসার্স এমবিসি ব্রিকস ম্যানু’ নামীয় একটি অবৈধ বাংলা ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ভাটা মালিক মো. মানিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটায় চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দিয়েছে ফায়ারসার্ভিসের সদস্যরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহমেদ।

সদর উপজেলা প্রশাসন জানায়, ইটভাটার পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় মেসার্স এমবিসি ব্রিকস এর মালিক মো. মানিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে আড়াই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ভাটার চিমনি ভেঙ্গে ফায়ারসার্ভিস সদস্যদের মাধ্যমে চুল্লিতে পানি দিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে। ভাটা বন্ধ রাখার জন্য মুচলেকা গ্রহণ করা হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন