লক্ষ্মীপুরে শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের লক্ষ্মীপুর সদর উপজেলা সিএনজি চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকেলে শহরের উত্তর স্টেশনে সদর উপজেলার কালিবাজার সড়কের সিএনজি মালিক ও চালকদেরর নিয়ে এ সভা করা হয়।

 

লক্ষ্মীপুর জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কুমিল্লা অঞ্চলের সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী।

 

জেলা সাধারণ সম্পাদক নওশের আলী মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক মিলন হোসেন, মাইক্রোবাস ইউনিটের সভাপতি জসীম উদ্দীনসহ নেতৃবৃন্দ।

 

বক্তারারা বলেন, লক্ষ্মীপুরে দীর্ঘদিন থেকে সিএনজি শ্রমিকরা নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে।

 

বিগত সরকারের সময় মানথ্লী নামে চাঁদাবাজি করেছে প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী শ্রমিকলীগ।

পরিবর্তিত পরিস্থিতিতেও কোন কোন স্থানে জিপি এবং পৌর ট্যাক্স এর নামে শ্রমিকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। তারা এ সকল চাঁদাবাজির তীব্র নিন্দা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করে।
শ্রমজীবীদের জীবিকা ও জীবনমানের উন্নয়নের জন্য বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কাজ করছি বলে তারা জানান।
এ সময় পাঁচ সদস্যের লক্ষ্মীপুর কালিবাজার রোডের সিএনজি শ্রমিকদের আহবায়ক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন