লক্ষ্মীপুরে শুরু হচ্ছে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন
নিজস্ব সংবাদদাতা: রাসপূর্ণিমা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী সনাতন ধর্মের মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। দেশমাতৃকা ও বিশ্বের সকল সন্তানের মঙ্গল কামনায় আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বঙ্ক বিহারী জিউর আখড়া প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলার কাজীরদিঘি পাড় এলাকায় শত বছরেরও বেশি সময়কার মন্দিরটিতে ১৬ প্রহর অখন্ড হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলবে। অষ্টকালীন লীলা কীর্তন সমাপণ, মন্দির পরিক্রমা, ব্রজধূলী গ্রহনের মধ্য দিয়ে ১৯ নভেম্বর এ অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানকে ঘিরে ভোলা, সাতক্ষীরা, খুলনা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও ভারতের শিল্পী গোষ্ঠীরা অনুষ্ঠানে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন।
এদিকে অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে মন্দির কমিটির প্রস্তুতি শেষ মুহুর্তে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উৎসব স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
বঙ্ক বিহারী জিউর আখড়ার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দেবনাথ বলেন, এ অনুষ্ঠান কে ঘিরে সনাতনধর্ম সহ অন্যান্য ধর্মলর্ম্বীদের মাঝে ভাতৃত্ববোধ জাগরিত হয়। তৈরি হয় নিজেদের পারস্পারিক সম্পর্কের মেলবন্ধন। বিশ্বশান্তি কল্পে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। সুন্দর ও সাবলীল ভাবে এ লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপন করতে পারেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান করে থাকেন। অনুষ্ঠানে সর্বাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিরাপত্তায় সহযোগিতা করবেন।