লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে পথচারীদের মাঝে খাবার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লক্ষ্মীপুরে গাড়ি চালক ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাগবাড়ি এলাকায় দুই শতাধিক পথচারীর মাঝে এসব বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম ভুলু এ আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ শরীফ প্রমুখ।
পরে বক্তারা বলেন, দুস্কৃতিকারীদের চলমান সহিংসতায় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশে শান্তি ফেরাতে কারফিউ জারি করা হয়েছে। এতে নিম্ম আয়ের মানুষরা বিপাকে রয়েছে। তাই লক্ষ্মীপুরে পথচারী ও গাড়ি চালকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।