লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা

লক্ষ্মীপুরে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড. পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সহকারি প্রকল্প পরিচালক দীপ্তি রায় চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলার সহকারি প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা। এসময় শিক্ষক, অভিভাবক ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলায় ৪৪টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হয়।