লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা জিদান চৌধুরী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে খাদ্য সামগ্রী নিয়ে ফের বন্যার্তের পাশে দাড়ালেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান।

 

বুধবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

 

সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বন্যা কবলিত সাধারণ মানুষকে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিমু মাহমুদ, শাহিন আলম ভূঁইয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান জমিদার, আরাফাত হোসেন মেহেরাজ, মোঃ রাশেদ হাওলাদার, ১৫ নম্বর লাহারকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ও পৌর ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ ভূঁইয়া রাব্বিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন