লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরসহ পরিবারকে পুড়িয়ে মারার হুমকি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে সৌদি প্রবাসী মো. ইউসুফের বসতঘরসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হুমকির কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে ভূক্তভোগী ইউসুফ সাংবাদিকদের ঘটনাটি জানিয়েছেন।

ইউসুফ রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত অন্যরা হলেন আব্দুল গণি, তার ছেলে হানিফ ও হোসেন। তারা চরমোহনা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্র জানায়, দেড় বছর আগে ইউসুফদের ১০ শতাংশ জমি ক্রয় করে গণির ছেলে হানিফ। এরপর তারা সেখানে বহুতল ভবন নির্মাণ করে। কিন্তু তারা ১০ শতাংশ জমির স্থলে ইউসুফদের আরও ২ শতাংশ বেশি জমি দখল করে নিয়েছে। জমি দখলমুক্ত করতে বললেও তারা করছে না। জানুয়ারিতে ইউসুফ সৌদি থেকে গ্রামের বাড়িতে আসে। এরপর জমি উদ্ধারের কথা বললে তারা মোবাইলফোনসহ লোক মাধ্যমে ইউসুফসহ তার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। গত ৫ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইউসুফদের বসতঘরের সীমানায় জোরপূর্বক সীমানা দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ইউসুফের বসতঘরসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ঘটনায় তিনি রায়পুর থানা লিখিত অভিযোগ দেন।

মো. ইউসুফ বলেন, পুলিশ অভিযোগের তদন্তে রবিবার ঘটনাস্থল এসেছে। পরে পুলিশ চলে গেলে গণির ছেলে হোসেন ও ভাগিনা মোকতার হোসেন আমাকে হুমকি দিয়েছে। তারা হুমকি দিয়েছে আমার ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আমার স্ত্রী-সন্তানদের ধর্ষণের হুমকিও দিয়েছে তারা।

আব্দুল গণি বলেন, ইউসুফ আমাদের গালমন্দ করেছে।এজন্য ছেলে-ভাগিনাও তাদের গালমন্দ করে। ঘরসহ পরিবারকে আগুনে হত্যা এবং স্ত্রী-সন্তানকে ধর্ষণের হুমকির অভিযোগ সত্য নয়।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাজন শেখ বলেন, জমি নিয়ে বিরোধের অভিযোগ তদন্তে আমি ঘটনাস্থল গিয়েছি। আমি চলে আসার পর কি ঘটেছে, তা আমার জানা নেই। এ ঘটনা বাদী ইউসুফও আমাকে কিছু জানায়নি। ঘটনাটি নিয়ে ইউসুফকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন