লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাবিহা সুলতানা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নের দালাবার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিহা দালাল বাজার এলাকার মো. সুজনের মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় সাবিহা ঘরের সামনেই খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে সাবিহাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটি মারা গেছে। ইসিজি করে আমরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। পরে মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।