লক্ষ্মীপুরে পরিত্যক্ত ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড লাহারকান্দি গ্রামের ছদর উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হয়েছে যে কেউ হত্যা করে তার লাশটি এখানে ফেলে গেছে।

 

স্থানীয়রা জানান, আছর নামাজের পরপর নাছির উদ্দীন নামে এক ব্যক্তি জাল মারতে যান খালে। তখন তার নাকে পচা দুর্গন্ধ আসে। ডোবায় তাকালে মানুষের হাত দেখা যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজনকে তিনি বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশকে। নিহত ব্যক্তি অপরিচিত। ধারণা করা হয়েছে খুনিরা হত্যার পর লাশ এখানে ফেলে যায়।

 

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন,লাশ দেখে ধারণা করা হচ্ছে দুই-তিনদিন পূর্বের হবে। ঘটনাস্থলে পিবিআই টিম এসেছে। নিহত ব্যক্তির হাতের আঙুলের চাপ নেওয়া হয়েছে। আশাকরি দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন