লক্ষ্মীপুরে নারী দিবসে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনু্‌ষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা পান গোপাল দাস, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মাসুদুর রহমান ও নির্বাহী সদস্য মো: আজাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার, সমতা ও কন্যার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন