লক্ষ্মীপুরে কোরআন সবক নিয়েছে শিশু শিক্ষার্থীরা
লক্ষ্মীপুরে তাহসিনুল কোরআন হিফজ মাদ্রাসার ১৮ জন শিশু শিক্ষার্থীকে কোরআন শরীফ সবক দেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের আইয়ুব আলীর পুল এলাকায় প্রতিষ্ঠানটির হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে কোরআন শরীফ হস্তান্তর করেন অতিথিরা।
প্রতিষ্ঠানের পরিচালক ওমর ফারুক মাহমুদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর আল মঈন ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ বশির আহমাদ।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম মাদ্রাসা হাফেজ বিভাগের প্রধান হাফেজ ক্বারী আব্দুর রহমান। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সবক নেওয়া শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ সিফাত, সাকিব রহমান, মোহাম্মদ ইয়াছিন, ওমর ফারুক, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ রিহান, মোহাম্মদ আনাছ, মোহাম্মদ হাছান, মোহাম্মদ রেদোয়ান, মোহাম্মদ আবিদ, মাহমুদ আরাবী, মো. মোশারেফ, আছমা রুহী, তাহমিয়া আক্তার, কানিজ আক্তার, তাসফিয়া আক্তার, আয়েশা আক্তার ও আফসানা রাহী।
প্রতিষ্ঠানের পরিচালক ওমর ফারুক মাহমুদী বলেন, মাদ্রাসায় হিফজ, তিনটি বিভাগে আমাদের ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে হিফজ বিভাগে ৩০ জন মেয়ে ও ছেলে শিক্ষার্থী অধ্যয়নরত। সম্প্রতি মোহাম্মদ মোশতাকিম নামে এক শিক্ষার্থী ১১ মাসে কোরআনে হাফেজ হয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে লক্ষ্মীপুরে তাহসিনুল কোরআন হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এখানে হিফজুল কোরআন, নাযেরা ও নূরানী বিভাগ চালু রয়েছে।