লক্ষ্মীপুরে কৃষক সমাবেশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশে লক্ষ্মীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলকে শক্তিশালী ও তৃণমূলে কেন্দ্রীয় বার্তা পৌঁছে দিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো: খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,  জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া।

প্রধান বক্তা ছিলেন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এড. রবিউল হাসান পলাশ। বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা

বিএনপি নেতা এ্যানি বলেছেন,  অন্তবর্তীকালীন সরকার কিছু সময়ের জন্য। এ সরকার ফার্মানেন্ট সরকার নয়। জনগণের সরকার হলে ৫ বছরের জন্য একটা দায়িত্ব পেয়ে যাবেন। এতে দেশ স্থিতিশীলতায় থাকবে। স্থিতিশীলতা ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন। নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবেনা।

তিনি বলেন, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে তার পূর্বশর্ত হলো নির্বাচন। হাসিনার আমলে গনতন্ত্রের আগে উন্নয়নের ব্যবসা করেছে, লুটপাট করেছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে একটু ভিন্ন। বিএনপি জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার দিকে সবেচেয়ে বেশি নজর দিচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন