লক্ষ্মীপুরে কিস্তি মওকুফ করে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সহায়তায়
লক্ষ্মীপুরে ৫ হাজার টাকা জমা দিয়ে কিস্তি সুবিধায় হাবিব উল্যাহ নামে এক ব্যক্তি ওয়ালটন প্লাজা থেকে একটি টেলিভিশন ক্রয় করেন। তিনি সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামের বাসিন্দা ও পেশায় নৈশপ্রহরী ছিলেন। টেলিভিশনের ৩টি কিস্তি পরিশোধের পর সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এ অবস্থা পাওনা টাকা মওকুফ করে দিয়েছে ওয়ালটন প্লাজা। একই সঙ্গে ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় ওই পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের ঝুমুর ওয়ালটন প্লাজায় মৃত হাবিব উল্যাহর স্ত্রী রোজি আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা। এর আগে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ওয়ালটনের রিজিওনাল ম্যানেজার আব্দুস সালাম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, ওয়ালটন প্লাজা জিরো পয়েন্ট শাখা ম্যানেজার মোস্তফা কামাল, রামগঞ্জ শাখা ম্যানেজার মমিনুল ইসলাম ও ঝুমুর শাখা ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ক্রেতা মারা গেলে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দেওয়া ওয়ালটন প্লাজার একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বে এমন উদ্যোগের উদাহরণ কেবল ওয়ালটন প্লাজায় রয়েছে। কিস্তিতে পণ্য কিনে কিস্তি পরিশোধের আগে মারা গেলেও পণ্যের কোনো দায়ভার গ্রহণ করতে হয় না পরিবারের সদস্যদের। ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আমাদের এ উদ্যোগ।
জানা যায়, ১৩ মার্চ হাবিব উল্যাহ ঝুমুর ওযালটন প্লাজা থেকে ১৯ হাজার ৫৬৮ টাকা মুল্যের একটি টেলিভিশন ৫০০০(পাঁচ হাজার) টাকা নগদ ডাউন পেমেন্ট দিয়ে ক্রয় করে। এরপর তিনি গত ১১ জুন সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে মৃতের পরিবারের পাশে দাঁড়াল দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট গ্রুপ ওয়ালটন।