লক্ষ্মীপুরে এতিমদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে এতিম শিক্ষা সিজন-৩ এর আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার টুমচর ইউনিয়নে বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, ব্যাগ ও পবিত্র কুরআন বিতরন করা হয়েছে।
এসময় সদর যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনটির মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এতিম শিক্ষা সিজন-০৩ উদ্ভোদন করেন উপজেলার নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। এছাড়াও উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মোফাচ্ছেল খান। বন্ধু ব্লাড ডোনেট ক্লাব এর স্বেচ্ছাসেবী মুহা. কামাল উদ্দিন, লাবিদ আহমেদ ফয়সাল, মাহাদি হাসান আরিফ, ও আবু সায়েম।
এর আগেও কয়েকবার বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের উদ্যােগে এতিমদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।আগামীতেও এ সিজন চলতে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা বলেন, এতিম ও অনাথ শিক্ষার্থীরা শিক্ষা উপকরণের জন্য ঠিকমতো পড়ালেখা চালাতে পারে না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।সবাই বড়দের নিয়ে কাজ করে, কিন্তু বন্ধু ব্লাড ডোনেট ক্লাব সেবার পাশাপাশি এতিমদের শিক্ষা নিয়ে কাজ করাটা প্রশংসনীয়। সবাইকে এতিমদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ সদর উপজেলা নির্বাহী অফিসার ইত্যমধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ড্রেস বিতরণ প্রকল্প হতে নিয়েছেন।