লক্ষ্মীপুরে উদ্বোধন হলো জুসি-লুসি চাইনিজ রেস্টুরেন্ট
লক্ষ্মীপুরে মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর, রুচিশীল ও সু-স্বাদু খাবারের প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করলো জুসি লুসি চাইনিজ রেস্টুরেন্ট।
শুক্রবার দুপুরে ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে মালিক পক্ষ কেক কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এরআগে মোনাজাতের মধ্যমে আল্লাহর রহমত ও বরকত কামনা করা হয়।
শহরের হসপিটাল সড়কের হালিম ডাক্তার ভবনের নীচ তলা এ রেষ্টুরেন্ট রয়েছে নান্দনিক বুক কর্ণার ও ওপেন কিচেন । এছাড়া ভোজন রশিকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা। মনোরম পরিবেশে দৃষ্টি কাড়বে যে কারো। দৃষ্টিনন্দন ডেকোরেশন মনোমুদ্ধকর।
জুসি-লুসি চাইনিজ রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী সালেহ আহম্মদ ও মোঃ ফিরোজ আলম বলেন, ভোক্তার চাহিদা মতো খাবার পরিবেশন করতে আমরা বদ্ধপরিকর। আশা করি রুচিশীল ও নিত্যনতুন খাবার পরিবেশনের মাধ্যমে জুসি-লুসি রেষ্টুরেন্টের সুনাম ছড়িয়ে পড়বে জেলাব্যাপী।