লক্ষ্মীপুরে ইয়াবাসহ দেবর-ভাবি গ্রেফতার

লক্ষ্মীপুরে এক হাজার পিস ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও তার দেবর সাজ্জাদুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বড়বল্লভপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার লিপি নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের আশিকুর রহমান পিয়াসের স্ত্রী ও পিয়াল একই এলাকার হেলাল উদ্দিন মোল্লার ছেলে। লিপি স্বামী পিয়াসকে মামলাটিতে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছে।
এদিকে একইদিন রাত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২ কেজি গাঁজাসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর চন্দ্রগঞ্জ বাজার এলাকা থেকে নুরুল আমিন প্রকাশ নুর আলম ও তার ছেলে রহমত উল্যাকে গ্রেফতার করে পুলিশ। তারা নোয়াখালীর চাটখিল উপজেলার সংকরপুর খিলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, লিপি ও পিয়াল ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তখন তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নুর আলম ও তার ছেলে রহমত উল্যা ঘটনাস্থল অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।