লক্ষ্মীপুরে আইডিয়াল ফাউন্ডেশনের মেধা বৃত্তি পেল ২০০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক ;
লক্ষ্মীপুরে ২০০ শিক্ষার্থীকে আইডিয়াল ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে বৃত্তি পরীক্ষায় প্রথম হয়ে নাফীসা নুহীন নোভা ল্যাফটপ জিতে নেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর মোঃ শাহজাহান।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কুলসুমা আক্তার ও ফারজানা আক্তার তিথীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ ও বিশেষ অতিথি ছিলেন আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ বছর ধরে পরীক্ষার মাধ্যমে মেধা বৃত্তি প্রতিযোগীতা হচ্ছে। এবার ২২ নভেম্বর বৃত্তি পরীক্ষায় জেলার ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
আয়োজকরা জানায়, বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী আলেকজেন্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফীসা নুহীন নোভার হাতে ল্যাফটপ তুলে দেন অতিথিরা। পিটিআই সংলগ্ন পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইতা দ্বিতীয় ও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাদিয়া আক্তার রিমী তৃতীয় স্থান অর্জন করেন।