রামগঞ্জ উপজেলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত ৫ তলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে নিচে পড়ে মোস্তফা তারেক রবিন (৪০) মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় উপজেলা পরিষদে এ দুর্ঘটনা ঘটে। তবে কি কারণে তিনি ঘটনাটি ঘটিয়েছেন তা জানা যায়নি।
নিহত রবিন রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে আমরা পুলিশে খবর দিই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে ঝাপ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।