রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা-প্রতিষ্ঠানকে সম্মাননা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল,মাদ্রসা ও কলেজের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান সনদ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সনদ ও ক্রেষ্ট প্রদান করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের শিক্ষক সমর দাস ও শ্রেষ্ঠ কলেজ রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ।

মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক টিওরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও শ্রেষ্ঠ স্কুল লামনগন একাডেমি।

মাদ্রসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আশারকোটা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নাগেরহাট দাখিল মাদ্রসার শিক্ষক ওমর ফারুক ।

এ ছাড়াও রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের শিক্ষক হাবিবুর রহমানকে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন