রামগঞ্জে শতাধিক প্রাক্তণ শিক্ষক-শিক্ষার্থীকে সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াগাঁও আলিম মাদ্রাসার ৪১ বছর পূর্তি উপলক্ষে শতাধিক প্রাক্তন শিক্ষক ও প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী মাদ্রাসা মাঠে ঈদ পূনর্মলনী ও এ সংবর্ধনার আয়োজন করা হয়।
আয়োজকরা জানায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত নোয়গাঁও আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ৪১ বছর পূর্তি উপলক্ষে এ মহা মিলনের আয়োজন করা হয়। এতে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ৫১০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে জমিদাতা, প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক হোসাইন উদ্দিন, পৃষ্ঠপোষক অধ্যাপক জাকির হোসাইন পাটওয়ারী, সদস্য সচিব সাখাওয়াত হোসাইনসহ কমিটির সদস্যদের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন হয়েছে।
মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসাইন পাটওয়ারী বলেন, আমাদের আয়োজন মহামিলনের রুপান্তর হয়েছে। প্রত্যেক ব্যাচ থেকে প্রাক্তণ শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করেছে। কমিটির প্রত্যেক সদস্য যার যার অবস্থান থেকে প্রোগ্রাম সফল করতে কাজ করেছেন।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাখাওয়াত হোসাইন বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই পুনর্মিলনীর আয়োজন করা উচিত। এতে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত হয়। সবার মনে নতুন করে প্রাণচাঞ্চল্য জাগে।