রামগঞ্জে দেওয়ান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানালেন নব- নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ

রামগঞ্জে প্রতিদ্বন্ধি প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইমতিয়াজ আরাফাত। তিনি রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিরখিল এলাকায় দেওয়ান বাচ্ছুর বাড়িতে গিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় পরিষদ পরিচালনা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। নির্বাচন পরবর্তী যে কোন সহিংসতা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়। কর্মী সমর্থকরা আগের মত ভ্রাতৃত্বতা বজায় রাখার আহবান জানান দেওয়ান বাচ্চু।
এদিকে ভোটের ফলাফল ঘোষনার পর থেকে উচ্ছ¡াসিত ইমতিয়াজের কর্মী ও সমর্থকরা। এছাড়া রামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক, রাজনৈতিকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। উপজেলার নান্দিয়ারা গ্রামে তার বাড়িতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা গেছে। এসময় তার কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। উচ্ছ্বাসিম কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমতিয়াজ।
জানতে চাইলে নবনির্বাচিত রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহানের সততা একনিষ্ঠতা এবং রামগঞ্জের সর্বস্তরের জনগনের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনারস প্রতীকে অংশগ্রহণ করি। এতে বিপুল ভোটে বিজয় লাভ করেছি।
উপজেলাবাসীর অকুণ্ঠ ভালোবাসা আমাকে চির কৃতজ্ঞ করেছে। দোয়া ভালোবাসা এবং তাদের মূল্যবান ভোট আনারস প্রতীকে প্রদান করে আমাকে বিপুল ভোটের ব্যবধানে রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করায় দলমত নির্বিশেষে তথা সকল শ্রেনী পেশার মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। আমি আমার দায়িত্ব সততার সাথে পালনে সর্বদা সচেষ্ট থাকবো।
গেল মঙ্গলবার রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এতে মো. ইমতিয়াজ আরাফাত (আনারস) ৪৪ হাজার ৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) ২৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন।