মোহনানিউজে সংবাদ প্রকাশ, এগিয়ে এলেন স্থানীয় নারীরা

মোহনানিউজ ডেস্কঃ রায়পুরে ভিক্ষুকের জমি দখলের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে- এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই নারীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় নারীরা। প্রকাশিত আগের সংবাদটিতে লেখা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ভিক্ষুকের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। রোববার (১২ ই জানুয়ারি) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষ্মী ডাকাতিয়া নদীর পাড়ে একটি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে কয়েকজন।
স্থানীয়রা জানান, মাটি কাটার লোকেরা কাজ করছেন স্কুল শিক্ষক আবু সিদ্দিকের হয়ে।
এসময় কান্নাজড়িত কন্ঠে বছর নব্বই বয়েসী ভুক্তভোগী ভিক্ষুক আমেনা খাতুন বলেন, আমার জমিনডা দখল করছে হেরা (তারা)। হের নাম আবু সিদ্দিক। বাপরে আমার আর জমিন নাই। কীয়ারমু (কী করবো) আমরা অনে (এখন)।
শুধু ভিক্ষুক আমেনাই নন ঐ স্কুল শিক্ষকের দখল কান্ডের শিকার হয়েছেন আরও প্রায় ৮ জন। শাহিনুর (৪০) নামে আরেক ভুক্তভোগী বলেন, সিদ্দিক জোর করে জমি দখলে নিচ্ছে। আদালতে আমাদের মামলা চলমান রয়েছে।
আবু তাহের (৩৫) নামে অপর এক ভুক্তভোগী বলেন, জমি দখলে নিয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোবারক মাস্টারের মেয়ের জামাই আবু সিদ্দিক প্রধানীয়া। আমরা বিচার পাচ্ছি না কোথাও।
অভিযোগের বিষয়ে জানতে সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।