ভোলায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অবৈধ ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় সিয়াম (৮) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে উপজেলার কুঞ্জেরহাট বৌদ্দেরপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মৃত আছমত চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৌদ্দেরপোল নামক বাজারে মানুষের কাছে থেকে টাকা চেয়ে ব্রিজের ওপর উঠলেই ডাওরী থেকে আসা দ্রুতগামী একটি অবৈধ ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। চালককে খুজে আইনের আওতায় আনা হবে।