বশিকপুরে ১২০০ রোগী পেলেন চিকিৎসা-ঔষধ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত ১২০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধও দেওয়া হয় রোগীদের।

২৭ অক্টবর বশিকপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে লার্নার্স অ্যাসোসিয়েশন ও ড্রিমার্স কনসালটেন্ট এন্ড রিসার্চের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

বন্যা পরবর্তী সময় বিভিন্ন পানিবাহিত ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিতে এ আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেন।

 

এতে ইসিজি আল্ট্রাসোনগ্রাফি, প্রস্রাব ও ডায়াবেটিস পরীক্ষাসহ শিশু, মেডিসিন, গাইনী ও চর্মরোগের চিকিৎসা দেন চিকিৎসকরা। একই সঙ্গে ব্যবস্থাপত্র বিভিন্ন রোগের ঔষধও বিনামূল্যে দেওয়া হয়েছে।

 

এসময় লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ লার্নার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন