বঙ্গমাতার জন্মদিনে লক্ষ্মীপুরে গাছের চারা রোপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। এসময় বঙ্গমাতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া করা হয়।
সোমবার (৮ আগস্ট) দুপুরে পৌর শহীদস্মৃতি একাডেমি প্রাঙ্গনে এ আয়োজন করেন পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য তানভীর মাহমুদ অন্তর ।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়ার নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।
উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ নেতা আহমেদ শাকিব,
১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাগর, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আফছার উদ্দিন আনন্দ,১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহমেদ আহম্মেদ হৃদয়সহ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।