ফেনীতে অটোরিকশায় আগুন
ফেনীতে বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের খেজুর চত্বর সংলগ্ন সড়কের গ্রিন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৭টার দিকে কয়েকজন জড়ো হয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তাৎক্ষণিক আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পেট্রল ঢেলে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ইকবাল হোসেন নামের এক চালকের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ জানায়নি।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, অটোরিকশা দুটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।