প্রবাসীর ঘরের তালা ভেঙে টাকা-স্বর্ণ লুট

লক্ষ্মীপুরে সদর উপজেলা চরশাহী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে প্রবাসী পরিবারের বসতঘরে দরজার তালা ভেঙে নগদসহ প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্য ফারহানা আক্তার থানায় লিখিত অভিযোগ দেন। এ প্রেক্ষিতে দাসের হাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল ফজল ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে আলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত আবদুল কাশেম ভূঁইয়ার ঘরে এ ঘটনা ঘটে। কাশেমের তিন ছেলে রুবেল ভূঁইয়া, নোবেল ভূঁইয়া ও রাসেল ভূঁইয়া আরব আমিরাত (আবুধাবি) প্রবাসী। তাদের পরিবার ঢাকা ও নোয়াখালীর মাইজদিতে বসবাস করেন। এতে তাদের গ্রামের ওই বসতঘরটি খালি থাকে। তবে প্রায়ই পরিবারের লোকজন বাড়িতে আসা-যাওয়া করেন। এরআগে দুইবার ঘরটিতে চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা হুমায়ূন কবির বলেন, কাশেমের ছেলেরা আবুধাবি প্রবাসী। তাদের পরিবার ঢাকাসহ অন্যত্র থাকে। এতে ঘরটি খালি থাকে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল নিয়ে গেছে। একইদিন রাতে আমার চা দোকানের টাকা ও উত্তর রামপুর বায়তুল জামে মসজিদের দানবাক্সটিও নিয়ে গেছে।
প্রবাসীর বোন ফারহানা আক্তার বলেন, মাঝেমধ্যে আমি বাড়িতে এসে দেখাশোনা করি। বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পেরেছি,ঘরে ডাকাতি হয়েছে। আমি এসে দেখি ঘরের আলমিরাসহ মালামাল এলোমেলো। ঘরে থাকা ট্যাংকের ভেতরে আমার মায়ের ব্যবহৃত তিন ভরি ওজনের প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা মূল্যের গহনা ছিল। নগদ একলাখ ২৫ হাজার টাকা ছিল। সেগুলো নেই। সাথে জমির দলিলপত্রও নিয়ে গেছে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল ফজল বলেন, অভিযোগের আলোকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।