প্রথম ম্যাচেই ৬ উইকেটে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের জয়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মে, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বি আর এন্টারপ্রাইজ ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড। জেলার বাইরে গিয়ে প্রথমবারের মতো টি-২০ টুর্নামেন্টে অংশ নিয়েই ক্লাবটির খেলোয়াররা জয় দিয়ে নিজেদেরকে সেরা হিসেবে প্রমাণ করেছে।

বোলিং নৈপুন্যে প্রতিপক্ষের খেলোয়ারদের নাস্তানাবুদ করে ৫ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের বোলার শাকিল হোসেন। এছাড়া আহমেদ শরীফ ও নাহিদ ২টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষ বি আর এন্টারপ্রাইজকে ১০৬ রানে আটকে দেন।

১০৭ রানের টার্গেট নিয়ে ৪ উইকেট খরচ করে ১১ ওভারেই সহজ জয় তুলে নেয় লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড। এতে ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করেন ব্যাটার তাকরীম। তার সঙ্গে জুটি বেঁধে ব্যাটার রিয়াদ ২০ রান সংগ্রহ করে।

শুক্রবার (৩ মে) সকালে শরীয়তপুর বীর শ্রেষ্ট ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড বনাম বি আর এন্টারপ্রাইজ ঢাকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের দায়িত্বরত টিম ম্যানেজার আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন