ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জন্ম নেওয়া জমজ দুই শিশুর মধ্য থেকে এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।
৪ জুন, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া নবজাতকের মায়ের নাম সুখি বেগম। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা শরিফুলের স্ত্রী। বর্তমানে তারা ধামরাইয়ের কালামপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন।
নবজাতকের দাদী হাসিনা বেগম জানান, দুপুরে এক নারী আমার ও শিশুটির বাবার কাছ থেকে সহযোগিতা করার জন্য একটি নবজাতক কোলে নিয়ে কিছু সময় রেখে দেয়। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে আনসারদের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটিকে স্বজনেরা খুঁজে পাচ্ছে না। আমরাও হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্য সবাই এ বিষয়ে কাজ করছি। বিস্তারিত ঘটনা পরে জানানো হবে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকাল সাতটার দিকে গাইনি বিভাগে সিজারের মাধ্যমে প্রসূতি সুখি বেগম জমজ দুই শিশু জন্ম দেন। এর আগে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন।
তিনি জানান, বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শাহবাগ থানার পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।