ট্রাভেলস কোম্পানীর নামে অপপ্রচার, থানায় অভিযোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সোনালী ট্রাভেলসের (বিল্লাল ট্রেড ইন্টারন্যাশনাল) নামে অপপ্রচারের অভিযোগে ৪ যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন জুয়েল হোসেন, জাবেদ হোসেন, জয় চন্দ্র সরকার ও সুদেব চন্দ্র বনিক। শনিবার দুপুরে ট্রাভেলসের কর্মী আবুল কাশেম সদর মডেল থানায় এ অভিযোগ করেন।

 

অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের বটতলি বাজার এলাকায় পুলিশ তদন্তে যায়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, বাদী ও বিবাদী পক্ষের সঙ্গে কথা বলেছি। তাদেরকে আগামি শনিবার থানায় ডাকা হয়েছে।

 

অভিযুক্ত জুয়েল চরলামছি গ্রামের সিরাজ উল্যার ছেলে, জাবেদ একই গ্রামের আবু তাহেরের ছেলে, জয় চরলামছি গ্রামের নির্মল চন্দ্র সরকারের ছেলে ও সুদেব নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম এখলাছপুর গ্রামের রবিন্দ্র বনিকের ছেলে।

 

অভিযোগ সূত্র জানায়, কাশেম সোনালী ট্রাভেলসের মাধ্যমে বিদেশে কাজের উদ্দেশ্য শ্রমিক পাঠিয়ে আসছে। অভিযুক্ত জুয়েল, জাবেদ, জয় ও সুদেবকে কম্বোডিয়া পাঠানো হয়। তাদেরকে সেখানে গার্মেন্টসে কাজ দেওয়া হয়। প্রতিজনকে ৬৮ হাজার টাকা (৫৫০ ইউএস ডলার) বেতনও দেওয়া হয়। অভিযুক্ত জয় ও সুদেব নেশাদ্রব সেবন করে মাতলামি করে কম্বোডিয়ার লোকজনকে মারধর করে। এতে সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে কোম্পানীর ম্যানেজার মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেয়। জুয়েল ও জাবেদ কিছুদিন কাজ করেছিল। একপর্যায়ে তারা আর কাজকর্ম করবে না, পরিবারের টানে তারা দেশে ফিরে আসে। এখন তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কাশেম ও সোনালী ট্রাভেলসের মালিক বেলাল হোসেন ভূঁইয়ার নামে সংবাদ পরিবেশন করিয়েছেন।

 

আবুল কাশেম বলেন, ওই যুবকরা নিজ ইচ্ছে চলে এসেছে। এখন আমিসহ ট্রাভেলসের মালিক বেলাল ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ করেছে।

 

জুয়েল, জাবেদ, জয় ও সুদেব গণমাধ্যমকে জানায়, কাশেম ও সোনালী এন্টারপ্রাইজের মালিক বেলাল ভূঁইয়া তাদেরকে ভ্রমণ ভিসায় কাজের উদ্দেশ্যে কম্বোডিয়ায় পাঠিয়েছে। এক মাস ভিসার মেয়াদ ছিল। বেলাল ভূঁইয়ার এজেন্টের কাছ থেকে ঘটনাটি জানতে চাইলে তাদের ওপর নির্যাতন করা হয়। একপর্যায়ে মেয়াদ শেষ হলে বাড়ি থেকে বিমান ভাড়া নিয়ে তারা দেশে ফিরে আসে। কাশেম ও বেলাল ভূঁইয়া প্রতারণা করেছে বলে অভিযোগ তাদের।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন