জুলাই আগষ্ট বিপ্লব স্মরণে লক্ষ্মীপুরে দেয়ালিকা উৎসব

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে।
তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগষ্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসব পালন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ব্যতিক্রমী এই দেয়ালিকা উৎসবের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এসময় বক্তব্য রখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
দেয়ালিকা উৎসবে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবরা। জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবিসহ আন্দোলন সংগ্রামে নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। হলরুমের চার দেয়ালে আওয়ামী লীগ ও ওইসময়ের আইনশৃংখলা বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরে-ঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, জেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের অসাধারণ মেধা, প্রতিভার চমৎকার বহি:প্রকাশ ঘটেছে এ উৎসবে। পর্যায়ক্রমে তা পুরো জেলায় ছড়িয়ে দেয়া হবে। কিভাবে জুলাই-আগষ্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলে ধরা হয়েছে।
এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। সারাদেশে এটি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।