চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মিছিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে সারাদেশে বৃহত্তর কর্মসূচির আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল শেষে যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা এ আল্টিমেটাম দেন।

এরআগে রাত সোয়া ৮ টার দিকে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া থেকে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি থানা রোড, উত্তর তেমুহনী, চকবাজার, সামাদ স্কুল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জেলা সমন্বয়ক কেসব দাস প্রমুখ।

যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা বলেন, চিন্ময় প্রভু ইতিমধ্যে সনাতনী সম্প্রদায়ের মাঝে জাগরণ সৃষ্টি করেছেন। তারা ডাকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তাকে আটক করে মাইক্রোতে করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়েছে তাকে একটি মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রতিবাদ মিছিল থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, আগামি ২৪ ঘন্টার মধ্যে আমাদের চিন্ময় প্রভুকে যদি মুক্তি দেওয়া না হয়। তাহলে সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এর পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তসহ নেতৃবৃন্ধকে মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের কথা বলার অধিকারকে রুদ্ধ করার অপপ্রয়াস চালানো হচ্ছে। এ প্রতিবাদ মিছিল থেকে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন